আমরা যানি যে আজ পুরো ভারতবর্ষে বেকারত্ব কত বেশি হারে বেড়ে গিয়েছে, ভারত এই মুহূর্তে পিছিয়ে থাকলেও পশ্চিমবঙ্গ সব সময় এগিয়ে থাকবে এটা বার বার প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোাধ্যায় ও ওনাদের সহ কর্মীরা।
জন্ম থেকে মৃত্যু সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উনি। জন্ম হলে শিশু সাথী, পড়াশুনোর জন্য ঐকশ্রী, শিক্ষা শ্রী ও যুবস্রী, বিয়ের জন্য কন্যাশ্রী, অসুস্থতায় সাস্থস্যাথি, খাবার এর জন্য খাদ্যসাথী, রোজগার এর জন্য 100 দিনের কাজ ও শেষ মুহূর্তে মারা যাওয়ার পর যখন নিজের আপনজন সঙ্গ ছেড়ে দেন, সেই মুহূর্তের জন্য মানবিক।
গতকাল সেই বেকারত্বের জন্য এক বিশাল উদ্দ্যেগ নিয়ে আসানসোল এ উপস্থিত 8 নম্বর বস্তি লালা লাজপত নব যুবক সংঘ ক্লাবের সামনে থেকে গ্রীন ভ্যালি ও নিউটাউন 12নম্বর কালীমন্দির পর্যন্ত এক বিশাল বঙ্গ ধ্বনির প্রদর্শন করলেন 75 নম্বর ওয়ার্ড এর তৃণমূল সহকর্মী কাঞ্চন মুখার্জী, বাবাই মাজি,শ্রাবণী বিশ্বাস,ইন্দ্রজিৎ মাজি, কানাই বিশ্বাস, সুজয় ভান্ডারী, সুভাশিষ দাস, কুন্তল মুখার্জী, নবকুমার পাল, অমরেশ প্রসাদ প্রমুখ ব্যক্তিরা।
0 Comments
If u have any doubts. please let me know